English Basic Grammar বিশেষ আলোচনা

English Basic Grammar আলোচনা :

English Basic Grammar বিশেষ আলোচনা

গ্রামার হাট ব্লগে আপনাকে জানাই স্বাগতম । বর্তমান বিশ্বে ইংরেজি ভাষা জানাটা খুব প্রয়োজনীয় । একজন বাঙালি  হিসেবে আমাদের নিজস্ব মাতৃভাষার পর ইংরেজির অবস্থান । আমাদের অনেকের মধ্যে অনেক প্রশ্ন কিভাবে ইংরেজিতে ভালো করবো , কিভাবে ইংরেজিতে কথা বলতে পারবো । আরো অনেক প্রশ্ন ।কিন্তু সবসময় আমাদের মধ্যে ইংরেজিকে একটি কঠিন ভাষা হিসেবে দেখাটা একটা অভ্যাস হয়ে গেছে । গ্রামার হাট এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি খুব সহজে ইংরেজি ভাষা শেখার জন্য প্রয়োজনীয় তথ্য আর নিয়ম গুলো জানতে পারবেন । আমরা ব্যাসিক গ্রামার গুলোকে মোট ৩ টি ধাপে ভাগ করেছি । এখানে প্রথম ধাপটি নিয়ে সাধারণ আলোচনা করা হলো ।
চলুন তাহলে দেখে নিই আমাদের ইংরেজি ব্যাসিক গ্রামার গুলো কি কি । আমাদের আলোচিত ব্যাসিক ইংরেজি গ্রামার গুলো নীচে দেয়া হলো  : 
ধাপ - ১ : Basic English Grammar 

Basic English Grammar
SL. N. Item name Sub-item name
1 Letter বা বর্ণ
2 Alphabet বা বর্ণমালা 1. Vowel


2. Consonant
3 Word বা শব্দ
4 Language বা ভাষা
5 Sentence 1. Assertive Sentence বা বিবৃতি মূলক বাক্য


2. Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য


3. Imperative Sentence বা আদেশ , উপদেশমূলক বাক্য


4. Optative Sentence বা প্রার্থনা মূলক বাক্য


5. Exclamatory Sentence বা বিস্ময় সূচক বাক্য


1. Noun


2. Pronoun


3. Adjective
6 Part of Speech বা পদ 4. Verb


5. Adverb


6. Preposition


7. Conjunction.


8. Interjection


1. Present Tense


a. Present Indefinite Tense


b. Present Continuous Tense


c. Present Perfect Tense


d. Present Perfect Continuous Tense


2. Past Tense


a. Past Indefinite Tense
7 Tense b. Past Continuous Tense


c. Past Perfect Tense


d. Past Perfect Continuous Tense


3. Future Tense


a. Future Indefinite Tense


b. Future Continuous Tense


c. Future Perfect Tense


d. Future Perfect Continuous Tense



8 person
9 Number
10 Gender
11 Case
12 Article Grammar Hut

Comments

কমেন্ট বক্সে কোনো প্রকার স্প্যাম লিংক লিখবেন না ।

গুরুত্বপূর্ণ টপিক সমূহ

Contact Form

Send