English Basic Grammar বিশেষ আলোচনা
English Basic Grammar আলোচনা :
গ্রামার হাট ব্লগে আপনাকে জানাই স্বাগতম । বর্তমান বিশ্বে ইংরেজি ভাষা জানাটা খুব প্রয়োজনীয় । একজন বাঙালি হিসেবে আমাদের নিজস্ব মাতৃভাষার পর ইংরেজির অবস্থান । আমাদের অনেকের মধ্যে অনেক প্রশ্ন কিভাবে ইংরেজিতে ভালো করবো , কিভাবে ইংরেজিতে কথা বলতে পারবো । আরো অনেক প্রশ্ন ।কিন্তু সবসময় আমাদের মধ্যে ইংরেজিকে একটি কঠিন ভাষা হিসেবে দেখাটা একটা অভ্যাস হয়ে গেছে । গ্রামার হাট এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি খুব সহজে ইংরেজি ভাষা শেখার জন্য প্রয়োজনীয় তথ্য আর নিয়ম গুলো জানতে পারবেন । আমরা ব্যাসিক গ্রামার গুলোকে মোট ৩ টি ধাপে ভাগ করেছি । এখানে প্রথম ধাপটি নিয়ে সাধারণ আলোচনা করা হলো ।
চলুন তাহলে দেখে নিই আমাদের ইংরেজি ব্যাসিক গ্রামার গুলো কি কি । আমাদের আলোচিত ব্যাসিক ইংরেজি গ্রামার গুলো নীচে দেয়া হলো :
ধাপ - ১ : Basic English Grammar
Basic English Grammar | ||
SL. N. | Item name | Sub-item name |
1 | Letter বা বর্ণ | |
2 | Alphabet বা বর্ণমালা | 1. Vowel |
2. Consonant | ||
3 | Word বা শব্দ | |
4 | Language বা ভাষা | |
5 | Sentence | 1. Assertive Sentence বা বিবৃতি মূলক বাক্য |
2. Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য | ||
3. Imperative Sentence বা আদেশ , উপদেশমূলক বাক্য | ||
4. Optative Sentence বা প্রার্থনা মূলক বাক্য | ||
5. Exclamatory Sentence বা বিস্ময় সূচক বাক্য | ||
1. Noun | ||
2. Pronoun | ||
3. Adjective | ||
6 | Part of Speech বা পদ | 4. Verb |
5. Adverb | ||
6. Preposition | ||
7. Conjunction. | ||
8. Interjection | ||
1. Present Tense | ||
a. Present Indefinite Tense | ||
b. Present Continuous Tense | ||
c. Present Perfect Tense | ||
d. Present Perfect Continuous Tense | ||
2. Past Tense | ||
a. Past Indefinite Tense | ||
7 | Tense | b. Past Continuous Tense |
c. Past Perfect Tense | ||
d. Past Perfect Continuous Tense | ||
3. Future Tense | ||
a. Future Indefinite Tense | ||
b. Future Continuous Tense | ||
c. Future Perfect Tense | ||
d. Future Perfect Continuous Tense | ||
8 | person | |
9 | Number | |
10 | Gender | |
11 | Case | |
12 | Article | Grammar Hut |
Comments