Word বা শব্দ কি ? কাকে বলে ? কত প্রকার ও কি কি ? || Grammar Hut

Word বা শব্দ
Word বা শব্দ  কি ? কাকে বলে ? কত প্রকার ও কি কি ? 

উপরের প্রতিটি word এর কিন্তু একটি আলাদা আলাদা অর্থ আছে , তাই এর word হিসেবে বিবেচিত । 
মনে রাখতে হবে , Letter গুলো পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ না করলে তাহলে সেটি word বলে বিবেচিত হবে না ।
[ Vowel ছাড়া শুধু কয়েকটি Consonant এক সাথে বসে Word গঠন হয় না  । তবে কিছু ব্যাতিক্রম আছে , যেমন : Try , Cry , Dry ]
তাহলে আসুন এবার আমরা Syllable বা শব্দাংশ সম্পর্কে কিছু ধারণা নিই ।
Syllable বা শব্দাংশ :
একটি word বা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় , ততটুকু অংশকে Syllable বা শব্দাংশ বলে ।
যেমন : 
Examination = Exa-mi-na-tion
আমরা জানি যে , Syllable মোট চার প্রকার । যথা :
Syllable
  • Monosyllable
  • Disyllable
  • Trisyllable
  • Polysyllable
Syllable এর প্রকারভেদ এর বিস্তারিত আলোচনা :

Syllable সম্পর্কে বিস্তারিত জানতে নিচের বক্স গুলোতে ক্লিক করুন
Monosyllable : যে সকল word এর একটি মাত্র syllable থাকে তাকে Monosyllable বলে । যেমন : Boy, Man , Bat , Ball ইত্যাদি ।
Disyllable : যে সকল word এর দুইটি syllable থাকে তাকে Disyllabe বলে । যেমন :
Father = Fa-ther
Brother = Bra-ther
Trisyllable : যে সকল word এর তিনটি syllable থাকে তাকে Trisyllable বলে । যেমন :
Education = Edu-ca-tion
Umbrela = Um-bra-la
Polysyllable : যে সকল word এর তিন এর অধিক syllable থাকে তাকে Polysyllable বলে । যেমন :
Satisfaction = Sa-tis-fac-tion
Examination = Exa-mi-na-tion
আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী আলোচনা হবে Sentence বা বাক্য নিয়ে
Sentence বা বাক্য কাকে বলে । কত প্রকার ও কি কি ?

Comments

কমেন্ট বক্সে কোনো প্রকার স্প্যাম লিংক লিখবেন না ।

গুরুত্বপূর্ণ টপিক সমূহ

Contact Form

Send