Moods বা ভাব কী ? Moods কাকে বলে ? Moods কত প্রকার ও কি কি ?

Moods বা ভাব

Moods বা ভাব কী ? Moods কাকে বলে ? Moods কত প্রকার ও কি কি ? 

Moods বা ভাব কী ? Moods বা ভাব কাকে বলে ? Moods বা ভাব কত প্রকার ও কি কি ?

আরও পড়ুন :

What is the mood

নীচের বাক্যগুলো পড়
  1. He gave me a book. (সে আমাকে একটি বই দিয়েছিল)
  2. Please give me a book.(দয়া করে আমাকে একটি বই দিন)
  3. If you give me a book , I shall give you a pen. (যদি তুমি আমাকে একটি বই দাও , তাহলে আমি তোমাকে একটি কলম দিবো।)

উপরের বাক্য গুলোতে একটি verb "give" বিভিন্নভাবে মনের ভাব প্রকাশ করেছে । কোথায় বিবৃতি (১ম বাক্য) , কোথাও অনুরোধ (২য় বাক্য) , কোথাও বা শর্ত (৩য় বাক্য) প্রকাশ হয়েছে । মনের ভাব প্রকাশ করার জন্য verb এর এই রীতিকে বলে "Mood" বা "ভাব" ।
Definition : Mood is theW manner in which an action in a sentence is represented  .

Types of Mood বা Mood এর প্রকারভেদ

Mood কে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায় ।
  1. Finite
  2. Infinite

Finite mood হলো তিনটি :
  1. Indicative Mood
  2. Imperative Mood
  3. Subjunctive Mood

Infinite Mood সম্বন্ধে এই অধ্যায়ে আমরা আলোচনা করবো না । Non Finite অধ্যায়ে এটি সম্পর্কে আলোচনা করা হয়েছে । নিচের লিংকে ক্লিক করে দেখে আসুন ।
তবু এই শ্রেণী বিভাগটি জেনে রাখা ভালো ।
Infinite Mood তিন প্রকার :
  1. Infinitive
  2. Participle
  3. Gerund

আমরা এখন প্রথম তিনটি mood নিয়ে আলোচনা করবো ।

Indicative Mood

কোনো ঘটনা বর্ণনা করতে ও কোনো প্রশ্ন করতে verb এর যে mood হয় তাকে Indicative Mood বলে ।
এখানে মাত্র দুটি জিনিসের উপর গুরুত্ব দেয়াই যথেষ্ট : বর্ণনা ও প্রশ্ন ।
যেমনঃ
বর্ণনা : He is a boy . We do not play . She dances.
বাক্য গুলোতে verb গুলো একেকটি ঘটনাকে বর্ণনা করছে মাত্র ।
প্রশ্ন : Is he laughing ? Do you know it ?
অনুমান : If I go with him , he will help me later .If you try , you will understand the problem.
খেয়াল করো , এখানে অনুমানটাই বড় , কোনো শর্ত প্রকাশিত হয় নি ।

Imperative Mood

আদেশ , উপদেশ , অনুরোধ , প্রার্থনা এগুলো প্রকাশ করতে verb এর যে mood হয় তাকে বলে Imperative Mood . এখানে আদেশ , উপদেশ , অনুরোধ ও প্রার্থনা শব্দ চারটি বিশেষ মনোযোগ কাড়ে ।
আদেশ  :
verb দিয়ে শুরু হয়
Do the work , Never tell a lie .
অনুরোধ ও উপদেশ : 
verb দিয়ে শুরু হয় , তার আগে please শব্দটি থাকতে পারে ।
Please give me a glass of water . Take this medicine every other day . Always speak the truth.
প্রার্থনা : 
Verb দিয়ে বাক্য শুরু হয় , তার আগে বা বাক্যের শেষে vocative case থাকতে পারে ।
O God , save our soul . Do not forget us, O goddess.
NOTE. Imperative Mood হয় verb এর second person এ এবং Present Tense এ  । তখন nominative 'you' উহ্য থাকে । যেমনঃ (You) Do the sum.
First person এবং 3rd person এর imperative mood এ বাক্যের প্রথমে Let থাকে । যেমনঃ
Let me do it .
Let them go away .
কিন্তু প্রকৃত পক্ষে Let এর আগে "You" উহ্য থেকে যায় । ফলশ্রুতিতে শুধু 2nd person এরই imperative mood হয় ।
Absolute use of Imperative Mood
Finite verb এর সাথে সম্পর্কহীনভাবে ব্যবহৃত হলে তখন word কে absolute বলে ।
Imperative mood এর মাঝে মাঝে এরকম ব্যবহার হতে পারে ।
What will your children do if, suppose, you die.

Subjunctive Mood

এই Mood এ verb অনিশ্চয়তা (সন্দেহ) , শর্ত , উদ্দেশ্য  ব্যক্ত করে ।
অনিশ্চয়তা : He may be in the station bow .
শর্ত : If you study hard , you will pass . If they make a noise , they will be punished.
উদ্দেশ্য : We eat that we may live . Man works hard so that he may succeed in life . 
NOTE. Subjunctive mood সব সময় কাল্পনিক ঘটনাকে প্রকাশ করে । এতে সাধারণত একটি বাক্য একের অধিক clause দ্বারা যুক্ত হয় । এজন্য এর এইরকম নাম হয়েছে Subjunctive = সংযোজক ।
ইচ্ছা, প্রার্থনা : May Allah bless you .
I wish that you were a doctor.
সন্দেহ : Believe it or not, the Titanic was such a vast ship .
অবাস্তব কামনা : Would that I were a bird !
If I were a king , I would give you what you wanted .
NOTE. Subjunctive Mood এর অবাস্তব কামনা বুঝাতে first , second ও third person এর be verb হিসাবে were বসে ।
নিচের বাক্যটি পড়
If shima gives me fifty taka , I will give her the book.
বাক্যটিতে give এর সাথে s যুক্ত হয়েছে । কারণ Shima হলো  3rd person singular number . কিন্তু যেহেতু verb টির mood Subjunctive , সেহেতু s টিকে যুক্ত না করলেও চলে ।
If shima give me fifty taka , I will give her the book .
ইচ্ছা বা অভিপ্রায় : 
নিচের verb গুলো দ্বারা কর্তার ইচ্ছা প্রকাশিত হয় । এদের পরে যদি কোনো that - clause থাকে তবে তার verb এর সাথে s/es/ing/ed- কিছুই যুক্ত হয় না ।
Verb গুলো হলো :
Advise , ask , command , decree , demand , insist , move , order , prefer, propose , recommend , request , require , stipulate , suggest , urge , 
বাক্য নিম্নরূপে গঠিত হয় :
Subject + verb (উপরের একটি) + that + subj. + Verb simple +......
Example :
The judge insisted that the jury return a verdict immediately.

Comments

কমেন্ট বক্সে কোনো প্রকার স্প্যাম লিংক লিখবেন না ।
Emotions
Copy and paste emojis inside comment box

গুরুত্বপূর্ণ টপিক সমূহ

Contact Form

Send