Right Form of Verb কাকে বলে ? Right Form of Verb কি ? Right Form of Verb এর সঠিক ও সহজ ব্যবহার
Right Form of Verb
Right Form of Verb কাকে বলে ? Right Form of Verb কি ? Right Form of Verb এর সঠিক ও সহজ ব্যবহার
ইতিমধ্যেই হয়তো আমরা Basic verb সম্পর্কে জেনেছি । না জেনে থাকলে এখানে ক্লিক করে জেনে আসুন ।আরও পড়ুন :
- ডিজিটাল পদ্ধতিতে Basic English Grammar
- পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে Parts Of Speech
- আধুনিক ও বোধগম্য ভাষায় Verb শিখুন
Verb এর সঠিক ব্যবহার জানাটা খুবই প্রয়োজনীয় , কারণ আমরা যদি verb এর ব্যবহার ঠিক মতো করতে না পারি তাহলে আমাদের ইংরেজি শিক্ষা বৃথা যাবে । কারণ হলো আমাদের প্রত্যেকটি বাক্যই ভুল হবে । এ জন্যই আমাদের Right Form of verb শেখাটা খুব জরুরি ।
নিচের সূত্রগুলো ফলো করুন
সূত্র - ১ :
Present indefinite tense এর subject যদি 3rd person singular number হয় , তাহলে main verb এর সাথে s/es যুক্ত হবে। অন্য কোনো tense এর ক্ষেত্রে হবে না ।
Example :
He eats (eat) rice .
He plays (play) football .
Subject যদি plural number হয় তাহলে s/es যুক্ত হবে না ।
অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই জানেন না যে , কোন verb গুলোর শেষে s আর কোন verb গুলোর শেষে es যুক্ত হবে ?
s বা es যুক্ত করার নিয়ম :
নিয়ম - 1 : যে Verb গুলোর শেষ o , s , ss , sh , ch(চ), x, z থাকে সেই verb গুলোর সাথে es যুক্ত করতে হয় । নিয়ম - 2 : verb এর শেষে যদি y থাকে এবং y এর পূর্বে যদি কোনো cononant থাকে তাহলে y এর পরিবর্তে i এবং তারপর es যুক্ত হবে । এবং y এর পূর্বে যদি কোনো vowel থাকে তাহলে শুধু s যুক্ত হবে ।নিয়ম - 3 : উপরের 1 এবং 2 নং নিয়ম বাদে বাকি সব verb এর সাথে s যুক্ত হবে ।
উদাহরণ :
Go = goes
Miss = misses
Brush = Brushes
Fix = fixes
Cry = cries
Try = tries
Play = plays
Pay = pays
সূত্র - ২ :
Present indefinite tense এর subject " 3rd person singular number " হলে এবং sentence যদি negetive হয় তাহলে does not বসে । তখন আর verb এর সাথে s/es যুক্ত হয় না । Verb এর main form বসে ।
Example :
He does not go to school.
Ratul does not eat rice .
সূত্র - ৩ :
Modal Auxiliary verb ( can , could , may , might , shall , should , will , would , etc. ) এর পর main verb এর present form হয় ।
Example :
He can do the word
I shall go to school
সূত্র - ৪ :
Sentence এর মধ্যে " Had , Rather , Let , would better , had better , need not , do not , does not , did not , did never " ইত্যাদি থাকলে , verb এর present form বসে ।
Example :
I let them use my shirt.
I need not do the work .
সূত্র - ৫ :
বাক্যটি যদি universal truth হয় , habitual fact বুঝায় , তাহলে present indefinite tense হবে ।
Example :
The sun rises in the east.
Ice floats on water .
সূত্র - ৬ :
বাক্যটি passive voice হলে এবং Modal auxiliary + be + main verb এর past perticiple form বসে ।
Example :
It can be done (do) by you .
All the fruits could be taken (take).
সূত্র - ৭ :
বাক্যে have বা has থাকলে সেটি present perfect tense হয় । অর্থাৎ main verb টির past participle form হয় ।
Example :
He has done (do) the work .
They have eaten (eat) rice .
সূত্র - ৮ :
Sentence এ yet , just , just now , recently , already , lately , ever ইত্যাদি থাকলে present perfect tense হবে ।
Example :
He has taken his lunch just now .
The have already come home .
সূত্র - ৯ :
বাক্যে yesterday , ago , long ago , last year , last week , last month , that day , day before ইত্যাদি থাকলে past indefinite tense হয় ।
Example :
I went to Dhaka last month.
A long time ago , there lived a poor farmer.
সূত্র - ১০ :
Sentence এর শুরুতে যদি would that থাকে তাহলে subject এর পর could বসবে এবং এর পরবর্তী verb টির present form বসবে।
Example :
Would that I could be a writter like Rabindronath
সূত্র - ১১ :
If দ্বারা যুক্ত sentence টি যদি present indefinite tense হয় , তাহলে পরের clause টি future indefinite tense হবে ।
Example :
If he comes , i will go .
সূত্র - ১২ :
Sentence এর মধ্যে যদি with a view to , look forward to থাকে , তারপরের verb এর সাথে ing যুক্ত হবে ।
Example :
I am looking forward to getting (get) a job.
I went shopping with a view to buying (buy) a shirt .
সূত্র - ১৩ :
For , of , in , with , without , before , after , ইত্যাদি preposition গুলোর পর verb এর সাথে ing যুক্ত হয় ।
Example :
I have never been tired of going (go) there.
She can't go without waiting (wait) for me .
সূত্র - ১৪ :
Mind , would you mind , past , worth , could not help , can not help এর পর verb এর সাথে ing যুক্ত করতে হয় ।
Example :
Would you mind giving (give) me the book ?
He can not help doing ( do) the assignment.
সূত্র - ১৫ :
By এর পর verb এর সাথে ing যুক্ত হয় ।
Example :
She expressed her feelings by crying (cry) .
By digging (dig) the land , he planted trees .
সূত্র - ১৬ :
Principal clause এর verb যদি past tense হয় তাহলে subordinate clause এর verb ও past tense হবে ।
অন্যদিকে -
Principal clause এর verb present tense হলে পরের verb টিও present tense হবে ।
Example :
They understand that he would not come .
He was so ill that he would not go to the school.
He is so ill that he does not go to school .
সূত্র - ১৭ :
Passive voice এর সময় tense ও person অনুযায়ী Auxiliary verb বসবে এবং main verb এর past perticiple form বসবে ।
Example :
English is spoken all over the world.
সূত্র - ১৮ :
After এর আগের এবং before এর পরের clause টি past perfect tense হবে এবং অন্য clause টি past indefinite tense হবে ।
Example :
The train had left the station before we reached .
The doctor came after the patient had died.
সূত্র - ১৯ :
Main clause এর verb টি past tense হলে এবং পরের অংশে next day , next week , next month , next year ইত্যাদি উল্লেখ থাকলে subject এর পর should বা would বসে ।
Example :
He told that he would go home the next week .
সূত্র - ২০ :
অনেক সময় একই , স্থান , দৈর্ঘ্য বা পরিমাপ বুঝালে subject দেখতে plural মনে হলেও verb টি singular form হয় ।
Example :
Twenty miles was a long way .
সূত্র - ২১ :
While এর পর verb থাকলে ing যুক্ত হয় । কিন্তু while এর পর subject থাকলে past continuous tense হয় ।
Example :
While walking throw the zoo , I saw a tiger .
While it was raining, I was watching a movie.
সূত্র - ২২ :
As if বা As though থাকলে were বসে ।
Example :
He speaks as if he were the leader.
সূত্র - ২৩ :
Wish , fancy , it is time , it is high time ইত্যাদি থাকলে Verb এর past tense হয় ।
Example :
I wish I won the first prize .
I fancy I flew in the sky .
সূত্র - ২৪ :
Each , every , everyone , everybody , everything , any , anyone , anybody , anything , nobody , nothing , no one , some one , something , one of , many , either , neither , ইত্যাদি থাকলে verb এর singular form বসে ।
Example :
Everybody hates a liar.
সূত্র - ২৫ :
To be / having / got থাকলে verb এর past participle form হয় ।
Example :
The assignment to be completed immediately.
The thief ran away having seen the police .
সূত্র - ২৬ :
বর্তমান সময়ে চলছে এমন কোনো কাজ বুঝালে Present Continuous tense হয় ।
এসব ক্ষেত্রে at present , now , at the moment ইত্যাদি adverb বসে ।
Example :
He is watching the television at this moment.
সূত্র - ২৭ :
If বা had যুক্ত clause টি past indefinite tense হলে পরের clause টিতে subject এর পর would, could , might বসে এবং verb এর present form হয় ।
Example :
If he come, i would go to the market .
If I were rich enough , I would help the poor .
সূত্র - ২৮ :
If বা had যুক্ত clause টি past perfect tense হলে পরের clause টিতে subject এর পর would have , could have , might have বসে এবং verb এর past perticiple form হয় ।
Example :
If he had come, I would have gone to the market .
If you had walked fast , you could have reached the station.
Comments