Sentence বা বাক্য কাকে বলে ? Sentence বা বাক্য কি ? Sentence বা বাক্য কত প্রকার ও কি কি
Sentence বা বাক্য
Sentence বা বাক্য কাকে বলে ? Sentence বা বাক্য কি ? Sentence বা বাক্য কত প্রকার ও কি কি ?
আরও পড়ুন :
এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন একটি মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পায় তখন তাকে Sentence বা বাক্য বলে ।
আরও পড়ুন :
- Classification of Sentence || Sentence এর প্রকারভেদ
- Language বা ভাষা কাকে বলে ? কত প্রকার ও কি কি ?
- English Elphabet বা ইংরেজি বর্ণমালা কাকে বলে ? কত প্রকার ও কি কি ?
- English Letter বা ইংরেজি বর্ণমালা কাকে বলে ? কত প্রকার ও কি কি ?
এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন একটি মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পায় তখন তাকে Sentence বা বাক্য বলে ।
যেমন :
He goes to school .
I eat Banana.
Sentence কে বিশ্লেষণ করলে এর তিনটি বৈশিষ্ট্য পাওয়া যায় ।
- Completeness of sense (অর্থের পূর্ণতা )
- Correct order (যথাযথ শৃঙ্খলা )
- Combination of words (শব্দসমষ্টি )
এবার তাহলে চলুন বৈশিষ্ট্য গুলো নিয়ে একটু আলোচনা করা যাক ।
নিচের শব্দ গুলো মনযোগ দিয়ে লক্ষ্য করো :
1. স্কুলে যায় ( goes school )
2. আমি ভাত ( I rice )
3. পারভেজ স্কুলে (Parvej in the school )
মনোযোগ দিয়ে খেয়াল করো উপরের শব্দগুলো দিয়ে কোনো পূর্ণ অর্থ প্রকাশ পায় না । কিন্তু ওই শব্দগুলোকেই যদি আমরা নিচের নিয়মে লিখি তাহলে তাহলে একটি পূর্ণ অর্থ প্রকাশ পাবে । যেমনঃ
1. সীমা স্কুলে যায় ( Shima goes to school )
2. আমি ভাত খাই ( I eat rice )
3. পারভেজ স্কুলে যায় ( Parvej goes to school )
এখন কিন্তু এরা প্রত্যেকেই একটি পূর্ণ অর্থ প্রকাশ করেছে । সুতরাং এখন আমরা এদেরকে Sentence বা বাক্য বলতে পারি , কারণ এদের প্রত্যেকেরই পূর্ণাঙ্গ অর্থ আছে । শব্দ সমষ্টিকে Sentence বা বাক্য হতে হলে অবশ্যই তাদের মধ্যে অর্থের পূর্ণাঙ্গতা থাকতে হবে । তাহলে এখান থেকে বুঝলাম যে , একটি Sentence এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর অর্থের পূর্ণাজ্ঞতা বা Completeness of sense.
আবার যদি আমরা একটু অন্য ভাবে দেখি
1. যায় সীমা স্কুল ( goes school shima )
2. খাই ভাত আমি ( I rice eat )
3. স্কুলে যায় পারভেজ ( in goes the school Parvej )
তাহলে আমরা দেখলাম যে, উপরের শব্দগুচ্ছ দিয়ে কোনো পূর্ণ অর্থ প্রকাশ করতে পারি না । এর কারণ শব্দ গুলো ঠিকই আছে কিন্তু এর অবস্থানের পরিবর্তন হয়েছে । একটি শব্দের জায়গা দখল করেছে অন্য একটি শব্দ । তাহলে আমরা দেখলাম যে , এলোমেলো ভাবে শব্দ গুলোর পূর্ণ অর্থ প্রকাশ করার কোনো ক্ষমতা নেই । অর্থ প্রকাশ করতে গেলে , বা Sentence এ পরিনত হতে গেলে , তাদেরকে অবশ্যই অবস্থানগত একটি শৃঙ্খলা বা order মেনে চলতে হবে । অর্থাৎ শব্দগুলোকে তাদের নিজস্ব জায়গায় ব্যবহার করতে হবে , নইলে তারা কোনো বাক্য গঠন করতে পারবে না । সুতরাং একটি বাক্য হতে গেলে অবশ্যই তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে ।
2. আমি ভাত ( I rice )
3. পারভেজ স্কুলে (Parvej in the school )
মনোযোগ দিয়ে খেয়াল করো উপরের শব্দগুলো দিয়ে কোনো পূর্ণ অর্থ প্রকাশ পায় না । কিন্তু ওই শব্দগুলোকেই যদি আমরা নিচের নিয়মে লিখি তাহলে তাহলে একটি পূর্ণ অর্থ প্রকাশ পাবে । যেমনঃ
1. সীমা স্কুলে যায় ( Shima goes to school )
2. আমি ভাত খাই ( I eat rice )
3. পারভেজ স্কুলে যায় ( Parvej goes to school )
এখন কিন্তু এরা প্রত্যেকেই একটি পূর্ণ অর্থ প্রকাশ করেছে । সুতরাং এখন আমরা এদেরকে Sentence বা বাক্য বলতে পারি , কারণ এদের প্রত্যেকেরই পূর্ণাঙ্গ অর্থ আছে । শব্দ সমষ্টিকে Sentence বা বাক্য হতে হলে অবশ্যই তাদের মধ্যে অর্থের পূর্ণাঙ্গতা থাকতে হবে । তাহলে এখান থেকে বুঝলাম যে , একটি Sentence এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর অর্থের পূর্ণাজ্ঞতা বা Completeness of sense.
আবার যদি আমরা একটু অন্য ভাবে দেখি
1. যায় সীমা স্কুল ( goes school shima )
2. খাই ভাত আমি ( I rice eat )
3. স্কুলে যায় পারভেজ ( in goes the school Parvej )
তাহলে আমরা দেখলাম যে, উপরের শব্দগুচ্ছ দিয়ে কোনো পূর্ণ অর্থ প্রকাশ করতে পারি না । এর কারণ শব্দ গুলো ঠিকই আছে কিন্তু এর অবস্থানের পরিবর্তন হয়েছে । একটি শব্দের জায়গা দখল করেছে অন্য একটি শব্দ । তাহলে আমরা দেখলাম যে , এলোমেলো ভাবে শব্দ গুলোর পূর্ণ অর্থ প্রকাশ করার কোনো ক্ষমতা নেই । অর্থ প্রকাশ করতে গেলে , বা Sentence এ পরিনত হতে গেলে , তাদেরকে অবশ্যই অবস্থানগত একটি শৃঙ্খলা বা order মেনে চলতে হবে । অর্থাৎ শব্দগুলোকে তাদের নিজস্ব জায়গায় ব্যবহার করতে হবে , নইলে তারা কোনো বাক্য গঠন করতে পারবে না । সুতরাং একটি বাক্য হতে গেলে অবশ্যই তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে ।
একটি Sentence এর দুইটি অংশ থাকে । যথা :
Subject (উদ্দেশ্য)
Predicate (বিধেয়)
Subject বা উদ্দেশ্য : যার দ্বারা Sentence এর কাজটি সম্পন্ন হয় তাকে Subject বা উদ্দেশ্য বলে ।
Predicate বা বিধেয় : Subject সমন্ধে যা কিছু বলা হয় তাই হলো Predicate বা বিধেয় ।
উদাহরণ :
I read in this school
এখানে '' I " হলো একটি subject এবং " read in this school " হলো predicate .
আশা করি বুঝতে পেরেছেন ।
Classification of Sentence বা বাক্যের প্রকারভেদ
Sentence বা বাক্য মোট পাঁচ প্রকার । যথা :
- Assertive Sentence ( বর্ণনা মূলক বা বিবৃতি মূলক বাক্য )
- Interrogative Sentence ( প্রশ্ন বোধক বাক্য )
- Imperative Sentence ( আদেশ , উপদেশ বা নিষেদ মূলক বাক্য )
- Optative Sentence (প্রার্থনা মূলক বাক্য )
- Exclamatory Sentence ( আশ্চর্য বা বিস্ময় সূচক বাক্য )
Sentence এর শ্রেণী বিন্যাস সম্পর্কে জানতে নিচের বাটনে ক্লিক করুন ।
Comments