Common Error of Noun and Pronoun
Common Error of Noun and Pronoun
Noun এবং Pronoun এর সঠিক ব্যবহার না জানার কারণে আমাদের এই ভুল গুলো হয়ে থাকে । যখন বাক্যের মধ্যে Noun এবং Pronoun কে সঠিকভাবে ব্যবহার করতে না পারি তখন যে ভুলটি হয় তাকেই বলে Common Error of Noun and Pronoun .
যেমনঃ He has no taka না বলে , He has no money বলা উচিত ।- Some important points of Common Errors
- Common Error of Number
- Common Error of Articles
- Common Error of Case
- Common Error of Adjective
ভুল Noun ও Pronoun এর ব্যবহারের কারণে বাক্যের মধ্যে Common Error ঘটে । এই সমস্যা সমাধানের জন্য নিচের উদাহরণসহ আলোচনাটি বেশ গুরুত্বপূর্ণ।
Common Errors of Noun and Pronoun এর আলোচনা
Noun এবং Pronoun এর বিভিন্ন Error এর বিস্তারিত আলোচনা ও উদাহরণ দেখবো :Sentences | Explanation |
---|---|
Inc. I have no taka. Cor. I have no Money. |
বাংলায় টাকা পয়সা বললেও মূলত আমরা 'অর্থ'কেই বুঝাই । |
Inc. He bought two bread. Cor. He bought two loaves |
Bread এর plural হয় না । টুকরা রুটিকে বলা হয় loaf তার plural loaves । |
Inc. She wrote a poetry . Cor. She wrote a poem. |
Poetry হলো plural । একটি কবিতা বুঝাতে poem ব্যবহার করতে হয় । |
Inc. We gave him fooding and lodging . Cor. We gave him food and lodging |
food হলো একটি noun । এর সাথে ing যুক্ত করার কোন যুক্তি নেই । |
Inc. She has taken insult at your words. Cor. He has taken offence at your words. |
Take offence এই রূপে ব্যবহৃত হয় । |
Inc. The weather of this place is suitable for me . Cor. The climate of this place is suitable for me. |
Weather মানে জলবায়ু দৈনন্দিন অবস্থা । আর climate মানে হলো কোনো স্থানের স্থিতিশীল আবহাওয়ার বৈশিষ্ট্য । |
Inc. He will pay his schooling fees. Cor. He will pay his school fees. |
Noun এর সাথে ing যোগ করে তাকে adjective বানাবার দরকার কি ? |
Inc. Put your sign here. Cor. Put your signature here. |
Sign হলো verb। আর signature হলো noun |
Inc. One should do his duty . Cor. One should do once's duty . |
কিন্তু his, he - ইত্যাদিও ব্যবহার করার প্রচলন বর্তমানে বেড়ে গেছে । এটিকে এখন আর ভুল বলা হয় না । |
Inc. He was dressed in half pant . Cor. He was dressed in shorts . |
কথা বার্তায় আমরা এই ভুল noun টি ব্যবহার করে থাকি । |
Inc. He gave false witness . Cor. He gave false evidence. |
মিথ্যা সাক্ষ্য বুঝাতে evidence ব্যবহৃত হয় । |
Inc. We enjoyed the theatre. Cor. We enjoyed the play. |
theatre মানে নাট্যশালা, আর play মানে নাটক । |
Inc. I shall go to my house . Cor. I shall go home . |
Home মানে নিজের বাড়ি |
Inc. Get this poem by memory. Cor. Get this poem by heart. |
get by heart মানে হলো মুখস্থ করা । |
Inc. Quote the poem from heart. Cor. Quote the poem from memory . |
Quote from memory মানে মুখস্থ বলা । |
আমাদের পরবর্তী আলোচনা হলো Common Error of Number | আলোচনাটি জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :
Comments