Common Error of Noun and Pronoun

Common Error of Noun and Pronoun

Common Error of Noun and Pronoun

Noun এবং Pronoun এর সঠিক ব্যবহার না জানার কারণে আমাদের এই ভুল গুলো হয়ে থাকে । যখন বাক্যের মধ্যে Noun এবং Pronoun কে সঠিকভাবে ব্যবহার করতে না পারি তখন যে ভুলটি হয় তাকেই বলে Common Error of Noun and Pronoun .
যেমনঃ He has no taka না বলে , He has no money বলা উচিত ।
ভুল Noun ও Pronoun এর ব্যবহারের কারণে বাক্যের মধ্যে Common Error ঘটে । এই সমস্যা সমাধানের জন্য নিচের উদাহরণসহ আলোচনাটি বেশ গুরুত্বপূর্ণ।

Common Errors of Noun and Pronoun এর আলোচনা

Noun এবং Pronoun এর বিভিন্ন Error এর বিস্তারিত আলোচনা ও উদাহরণ দেখবো :
Sentences Explanation
Inc. I have no taka.
Cor. I have no Money.
বাংলায় টাকা পয়সা বললেও মূলত আমরা 'অর্থ'কেই বুঝাই ।
Inc. He bought two bread.
Cor. He bought two loaves
Bread এর plural হয় না । টুকরা রুটিকে বলা হয় loaf তার plural loaves ।
Inc. She wrote a poetry .
Cor. She wrote a poem.
Poetry হলো plural । একটি কবিতা বুঝাতে poem ব্যবহার করতে হয় ।
Inc. We gave him fooding and lodging .
Cor. We gave him food and lodging
food হলো একটি noun । এর সাথে ing যুক্ত করার কোন যুক্তি নেই ।
Inc. She has taken insult at your words.
Cor. He has taken offence at your words.
Take offence এই রূপে ব্যবহৃত হয় ।
Inc. The weather of this place is suitable for me .
Cor. The climate of this place is suitable for me.
Weather মানে জলবায়ু দৈনন্দিন অবস্থা । আর climate মানে হলো কোনো স্থানের স্থিতিশীল আবহাওয়ার বৈশিষ্ট্য ।
Inc. He will pay his schooling fees.
Cor. He will pay his school fees.
Noun এর সাথে ing যোগ করে তাকে adjective বানাবার দরকার কি ?
Inc. Put your sign here.
Cor. Put your signature here.
Sign হলো verb। আর signature হলো noun
Inc. One should do his duty .
Cor. One should do once's duty .
কিন্তু his, he - ইত্যাদিও ব্যবহার করার প্রচলন বর্তমানে বেড়ে গেছে । এটিকে এখন আর ভুল বলা হয় না ।
Inc. He was dressed in half pant .
Cor. He was dressed in shorts .
কথা বার্তায় আমরা এই ভুল noun টি ব্যবহার করে থাকি ।
Inc. He gave false witness .
Cor. He gave false evidence.
মিথ্যা সাক্ষ্য বুঝাতে evidence ব্যবহৃত হয় ।
Inc. We enjoyed the theatre.
Cor. We enjoyed the play.
theatre মানে নাট্যশালা, আর play মানে নাটক ।
Inc. I shall go to my house .
Cor. I shall go home .
Home মানে নিজের বাড়ি
Inc. Get this poem by memory.
Cor. Get this poem by heart.
get by heart মানে হলো মুখস্থ করা ।
Inc. Quote the poem from heart.
Cor. Quote the poem from memory .
Quote from memory মানে মুখস্থ বলা ।

আমাদের পরবর্তী আলোচনা হলো Common Error of Number | আলোচনাটি জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :

  • Common Error of Number

Comments

কমেন্ট বক্সে কোনো প্রকার স্প্যাম লিংক লিখবেন না ।
Emotions
Copy and paste emojis inside comment box

গুরুত্বপূর্ণ টপিক সমূহ

Contact Form

Send