Some Important Points of Common Errors
Some Important Points of Common Errors
Common Errors কি ? Common Errors কিভাবে সমাধান করা যায় ? Common Errors সমাধানের সহজ উপায় কি ?
Common Errors কি ?
সচারচর ইংরেজি বাক্য গঠন করার সময় কি কি বিষয়ে আমরা ভুল করে থাকি তা এক নজর দেখা দরকার । কারণ ভুল হবার বিশেষ বিশেষ ক্ষেত্র গুলোর দিকে যদি আগে থেকেই একটু মনোযোগ দেয়ার অভ্যাস থাকে তাহলে বাক্য গঠন করার সময় তেমন ভুল হয় না ।
- Common Error of Noun & Pronoun
- Common Error of Number
- Common Error of Adjective
- Common Error of Case
- Common Error of Articles
আমরা সাধারণত দুই ভাবে ভুল গুলো করে থাকি :
- Word ব্যবহারে ।
- বাক্যের গঠন বা Structure এ ।
Word ব্যবহারের ভুল হতে পারে নিম্ন লিখিত ভাবে :
- ভুল Noun ও Pronoun এর ব্যবহারের কারণে । [ যেমনঃ He has no taka না বলে , He has no money বলা উচিত । ]
- ভুল Adjective এর ব্যবহারের কারণে । [যেমনঃ I have a strong headache না বলে , I have a bad headache বলা উচিত । ]
- ভুল verb ব্যবহার করার কারণে । [যেমনঃ He talks English well না বলে , He speaks English well বলা উচিত । ]
- Adverb এর ভুল ব্যবহারের কারণে । [যেমনঃ He behaves friendly with all না বলে , He behaves in a friendly way with all বলা উচিত । কারণ Friendly হলো একটি Adjective , এখানে প্রয়োজন হলো একটি adverb এর । ব্যবহৃত phrase টি একটি adverb এর কাজ করে । শুধু friendly শব্দটি adverb এর কাজ করতে পারে না ]
- Preposition এর ভুল ব্যবহারের কারণে । [এই ভুলটি ইংরেজি যাদের মাতৃভাষা নয় তাদের বেশি পরিমাণে হয়ে থাকে । যেমনঃ The book is in the table না বলে , The book is on the table বলা উচিত । এই ভুলটি এড়ানোর জন্য Preposition এবং Appropriate Preposition টপিক দুটো ভালোভাবে পড়া উচিৎ । ]
- Case - ব্যবহারের ভুলের কারণে । [এই ভুল গুলো মাঝে মাঝে বেশ জটিল আকার ধারণ করে থাকে একারণে Case টপিক টি ভালোভাবে অধ্যয়ন করা উচিত । যেমনঃ Give it to whom wants it না লিখে , Give it to who wants it লিখা উচিত । ]
- কোনো প্রয়োজনীয় Word বাদ পড়ার কারণে । [এই জাতীয় ভুল গুলোকে বলে Errors of omissions . যেমনঃ He wants some bloating না লিখে , He wants some bloating paper লিখা উচিত । ]
- অতিরিক্ত প্রয়োজনীয় word ব্যবহার করার কারণে । [এই ধরণের ভুল মোটামুটি ইংরেজী জানা ব্যক্তিদেরও হয়ে থাকে । কথা বার্তায় হর হামেশাই এই জাতীয় ভুল ধরা পড়ে । সুতরাং এ বিষয়ে অনুশীলনের মাধ্যমে সতর্ক থাকা উচিত । যেমনঃ He walks on food না বলে , He walks বা He goes on foot বলা উচিত]
- অতিরঞ্জিত (superfluous) word ব্যবহার করার কারণে । [এই ভুলটিও অনেক ইংরেজি জানা ব্যক্তিদেরও হয়ে থাকে । যেমনঃ New discovery বা innovation বলে , শুধু Discovery বা innovation বলা উচিত । ]
- Gerund এর ব্যবহারের ভুলের কারণে । [ Non-Finite verb টপিকে Gerund নিয়ে আলোচনা করা হয়েছে । কিছু কিছু verb আছে , যাদের পরে infinitive বসে না , কিন্তু Gerund বসে । আবার কিছু কিছু verb আছে যাদের পরে gerund বসে না , কিন্তু infinitive বসে । যেমনঃ He prefers to read than to write না বলে , He prefers reading to writing বলা উচিত । ]
- Negative - এর ব্যবহার জনিত ভুলের কারণে । [ কিছু কিছু Construction আছে যাতে Negetive verb ব্যবহৃত হয় না , অথচ তা negative অর্থ প্রদান করে । যেমনঃ I do not hardly ever go there না লিখে , I hardly ever go there লিখা উচিত । ]
- Faulty Parallelism - এর ভুল । [ অনেক ইংরেজি জানা ব্যক্তির ও এই ভুলটি হয়ে থাকে । যেমনঃ He likes to read and writing না লিখে , He likes to read and write লিখা উচিত । ]
- Dangling Modifier - এর কারণে । [ অনেক সময় আমরা participle এর misrelated ব্যবহার করি । যেমনঃ I saw dead cow walking along the street লিখলে গঠনগত দিক থেকে বাক্য correct হয় । কিন্তু তার অর্থ টা এমন হয় - আমি দেখলাম একটি মরা গরু রাস্তা দিয়ে হাঁটছে । কিন্তু walking participle টিকে যথা স্থানে বসালে বাক্যটি হয় - while walking along the street , I saw a dead cow. যার অর্থ - রাস্তা দিয়ে হাঁটার সময় আমি একটি মরা গরু দেখেছি ।]
আমাদের পরবর্তী আলোচনা হলো Common Error of Noun and Pronoun সম্পর্কে। Common Error of Noun and Pronoun সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :
Comments