English Alphabet বা ইংরেজি বর্ণমালা কাকে বলে ? English Alphabet বা ইংরেজি বর্ণমালা কি ? English Alphabet বা ইংরেজি বর্ণমালা কত প্রকার ও কি কি ?

Alphabet বা বর্ণমালা :

English Alphabet বা ইংরেজি বর্ণমালা কাকে বলে ? English Alphabet বা ইংরেজি বর্ণমালা কি ? English Alphabet বা ইংরেজি বর্ণমালা কত প্রকার ও কি কি ? 

English Alphabet বা ইংরেজি বর্ণমালা কাকে বলে ? English Alphabet বা ইংরেজি বর্ণমালা কি ? English Alphabet বা ইংরেজি বর্ণমালা কত প্রকার ও কি কি ?
 
পৃথিবীতে প্রতিটি ভাষা লিখে প্রকাশ করার জন্য তাদের আলাদা আলাদা কিছু সাংকেতিক চিহ্ন আছে , এই সাংকেতিক চিহ্ন গুলোকে বলে বর্ণ , আর এই বর্ণ গুলোকে এক সাথে বলে বর্ণমালা ।

আরও পড়ুন :

 

What is Alphabet  :

ইংরেজী ভাষা লিখে প্রকাশ করার জন্য মোট ২৬ টি বর্ণ রয়েছে , আর এই গুলোকে একত্রে ইংরেজিতে Alphabet বলে ।

Alphabet কত প্রকার ও কি কি ?

এখন আসুন তাহলে জেনে নিই এই Alphabet এর প্রকারভেদ ।
Alphabet মোট দুই প্রকার । যথা :
Alphabet বা বর্ণমালা
Vowel বা স্বরবর্ণ
Consonant বা ব্যঞ্জনবর্ণ
Vowel বা স্বরবর্ণ :
যেসকল Letter বা বর্ণ অন্যকোনো  Letter বা বর্ণের সাহায্য ছাড়া স্বাধীনভাবে উচ্চারিত হয় তাকে Vowel বলে । যেমন : Alphabet
ইংরেজিতে Vowel মোট পাঁচটি । যথা :
A
E
I
O
U

Consonant বা ব্যঞ্জন বর্ণ :

যেসকল Letter বা বর্ণ  স্বাধীনভাবে উচ্চারিত হয় না । উচ্চারণ হওয়ার জন্য Vowel এর সাহায্য নিতে হয় , তাকে Consonant বা ব্যঞ্জনবর্ণ বলে ।
৫ টি Vowel বাদে বাকি ২১ টি বর্ণ হলো Consonant  । যথা :
B, C , D , F, G , H , J , K , L , M , N , P , Q , R , S , T , V , W , X , Y , Z
এছাড়াও Semi-Vowel আছে দুইটি । Semi-vowel আংশিক Vowel এর মতো কাজ করে ।
Semi-Vowel : W এবং Y .

Comments

কমেন্ট বক্সে কোনো প্রকার স্প্যাম লিংক লিখবেন না ।

গুরুত্বপূর্ণ টপিক সমূহ

Contact Form

Send