Parts of speech কাকে বলে ? Parts of Speech কি ? Parts of Speech কত প্রকার ও কি কি ?
Parts of Speech বা পদ
Parts of speech কাকে বলে ? Parts of Speech কি ? Parts of Speech কত প্রকার ও কি কি ?
আরও পড়ুন :
Parts of Speech ছাড়াও নিচের লিঙ্ক করা বিষয় গুলো সম্পর্কে জানতে ক্লিক করতে পারেন -
বাক্যে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি । সব শব্দের অর্থ এক নয় , আবার সব শব্দের অর্থ এক জাতীয় নয় । যেমন :
আরও পড়ুন :
- Noun কাকে বলে ? Noun কত প্রকার ও কি কি ?
- Prooun কাকে বলে ? Prooun কত প্রকার ও কি কি ?
- Adjective কাকে বলে ? Adjective কত প্রকার ও কি কি ?
Parts of Speech ছাড়াও নিচের লিঙ্ক করা বিষয় গুলো সম্পর্কে জানতে ক্লিক করতে পারেন -
Parvej is a good boy who loves his mother very much ( পারভেজ একজন ভালো ছেলে যে তার মাকে অনেক ভালোবাসে ) ।
বাক্যটিতে Parvej , is , a , good , boy , who , loves , his , mother , very , much প্রত্যেকটি শব্দ ভিন্ন জাতীয় এবং এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে । এই সব বিভিন্ন অর্থ প্রকাশক word ব্যবহার করি বলেই আমরা একটি মাত্র বাক্যে অনেক রকমের ভাব ফুটিয়ে তুলতে পারি ।
তবে তার আগে জেনে রাখ , এই সকল word দিয়ে speech বা বাক্য গঠিত হয় বলে এরা প্রত্যেকেই বক্তব্যের এক একটি part বা অংশ । আর এজন্যই এদেরকে বলা হয় Parts of Speech বা পদ ।
Definition : বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক word বা শব্দকে Parts of Speech বা পদ বলে ।
Parts of Speech মোট ৮ প্রকার -
1. Noun
2. Pronoun
3. Adjective
4. Verb
5. Adverb
6. Preposition
7. Conjunction
8. Interjection
Classification of Parts of Speech
Parts of Speech এর প্রকারভেদ গুলো বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন।
Comments