Parts of speech কাকে বলে ? Parts of Speech কি ? Parts of Speech কত প্রকার ও কি কি ?

Parts of Speech বা পদ
Parts of speech কাকে বলে ? Parts of Speech কি ? Parts of Speech কত প্রকার ও কি কি ? 

Parts of speech কাকে বলে ? Parts of Speech কি ? Parts of Speech কত প্রকার ও কি কি ?

আরও পড়ুন :

Parts of Speech ছাড়াও নিচের লিঙ্ক করা বিষয় গুলো সম্পর্কে জানতে ক্লিক করতে পারেন -
বাক্যে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি । সব শব্দের অর্থ এক নয় , আবার সব শব্দের অর্থ এক জাতীয় নয় । যেমন :
Parvej is a good boy who loves his mother very much ( পারভেজ একজন ভালো ছেলে যে তার মাকে অনেক ভালোবাসে ) ।
বাক্যটিতে Parvej , is , a , good , boy , who , loves , his , mother , very , much প্রত্যেকটি শব্দ ভিন্ন জাতীয়  এবং এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে । এই সব বিভিন্ন অর্থ প্রকাশক word ব্যবহার করি বলেই আমরা একটি মাত্র বাক্যে অনেক রকমের ভাব ফুটিয়ে তুলতে পারি ।
তবে তার আগে জেনে রাখ , এই সকল word দিয়ে speech বা বাক্য গঠিত হয় বলে এরা প্রত্যেকেই বক্তব্যের এক একটি part বা অংশ । আর এজন্যই এদেরকে বলা হয় Parts of Speech বা পদ ।
Definition : বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক word বা শব্দকে Parts of Speech বা পদ বলে ।

Parts of Speech মোট ৮ প্রকার -

1. Noun
2. Pronoun
3. Adjective
4. Verb
5. Adverb
6. Preposition
7. Conjunction
8. Interjection
Classification of Parts of Speech
No.
Parts of speech
সংক্ষিপ্ত পরিচয়
উদাহরন
1.
Noun
যে কোনো নাম
Parvej , Dhaka, Poet , Shima etc.
2.
Pronoun
সর্বনাম (নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ)
He , she ,they , it , we , our , them , their etc.
3.
Adjective
দোষ, গুন , অবস্থা প্রকাশক শব্দ ।
Good , bad , beautiful, nice , fine , fat , tall etc. 
4.
Verb
কোনো কাজ করা
Do, go , sleep , come , run , dance , fight , kill etc.
5.
Adverb
ক্রিয়া বা verb কিভাবে , কখন , কোথায় সম্পন্ন হলো তা বুঝায় ।
Well , nicely , there , badly etc.
6.
Preposition
Word- এর আগে বসে পূর্ববর্তী word এর সাথে ঐ word এর সম্পর্ক স্থাপন করে ।
in, into , for , of , from , to , off etc.
7.
Conjunction
দুই বা ততোধিক word বা clause কে যুক্ত করে ।
And , but , for , as , if , yet , because, unless etc.
8.
Interjection
আনন্দ , দুঃখ , আবেগ , হঠাৎ প্রকাশিত বিস্ময় , ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ করে ।
Alas! (হায়!), Fie! (ছি!) , Hush! (চুপ!), Hurrah! (কি মজা!) etc.
Parts of Speech এর প্রকারভেদ গুলো বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন।

Comments

কমেন্ট বক্সে কোনো প্রকার স্প্যাম লিংক লিখবেন না ।
Emotions
Copy and paste emojis inside comment box

গুরুত্বপূর্ণ টপিক সমূহ

Contact Form

Send