Pronoun বা সর্বনাম কি ? কাকে বলে ? Pronoun বা সর্বনাম কত প্রকার ও কি কি

Pronoun বা সর্বনাম
Pronoun বা সর্বনাম কি ?  কাকে বলে ? Pronoun বা সর্বনাম কত প্রকার ও কি কি 

Pronoun বা সর্বনাম কি ? Pronoun বা সর্বনাম কাকে বলে ? Pronoun বা সর্বনাম কত প্রকার ও কি কি ?
 
 আরও পড়ুন :

Pro অর্থ বিকল্প রূপে কাজ করা । যে word বা শব্দটি noun এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয় তাই Pronoun বা সর্বনাম ।
সহজ ভাষায় বলা যায় , Noun এর পরিবর্তে যা বসে তাই pronoun ।
যেমন :
I, He , She , They , It , Our , We etc.
উপরের word গুলোকে subject বলে । এই প্রতিটি subject noun এর পরিবর্তে ব্যবহৃত হয় । তাই আমরা এদেরকে Pronoun বলি ।

Kinds OF Pronoun (Pronoun এর প্রকারভেদ)

Pronoun মোট আট প্রকার ।

  1. Personal Pronoun (ব্যক্তিগত সর্বনাম)
  2. Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম)
  3. Distributive Pronoun (স্বাতন্ত্রবাচক সর্বনাম)
  4. Demonstrative Pronoun (নির্দেশক সর্বনাম)
  5. Relative Pronoun (সম্বন্ধবাচক সর্বনাম)
  6. Reflexive Pronoun and Emthatic (আত্মঘটিত বা ঝোকপ্রবন সর্বনাম)
  7. Reciprocal Pronoun (পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম)
  8. Indefinite Pronoun (অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম )

Personal Pronoun বা ব্যক্তিগত সর্বনাম

কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহৃত হয় তাকে personal pronoun বলে ।
যেমন :
ব্যক্তির নামের পরিবর্তে : I , You , He , She , They , We , Our , etc.
বস্তুর নামের পরিবর্তে : it , He did it .

Personal Pronoun আবার তিন প্রকার :

  • Personal Pronoun of the first person :

1st Person বা উত্তম পুরুষে যেসব pronoun ব্যবহৃত হয় তারা এই প্রকারের pronoun ।
যেমন :
I , we , my , me , our, us , ours, etc.

  • Personal Pronoun of the second person :

2nd Person বা মধ্যম পুরুষে যেসব pronoun ব্যবহৃত হয় তাদেরকে এই প্রকারে গণ্য করা হয় ।
যেমন :
You, your, yours , thou , they , thine , thee , etc.

  • Personal Pronoun of the third person :

3rd Person বা নাম পুরুষে যেসব pronoun ব্যবহৃত হয় তারা এই প্রকারের pronoun ।
যেমন :
He , she , him , his , her , they,their , them etc.

Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বনাম

Interrogative Pronoun হিসেবে সাধারণত who, which , what এই তিনটি ব্যবহৃত হয় । এর মধ্যে case (কারক) ভেদে শুধু who এর রূপের পরিবর্তন হয় ।
Who (কে বা কারা) = Subjective case
Whom (কাকে বা কাদের) = Objective case
Whose (কার বা কাদের) = Possessive case
যেমন :
Who are you ? (তুমি কে ?)
Whom do you like ?(তুমি কাকে চাও ?)
Whose is this book ?(এই বইটি কার ?)

Distributive Pronoun বা স্বাতন্ত্রবাচক সর্বনাম

Distributive মানে ভাগ বা বন্টন করে দেওয়া । এক জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক ভাবে বোঝাতে Distributive Pronoun ব্যবহৃত হয় । এগুলোর পর সর্বদাই singular number ব্যবহৃত হয় । 
Each , Either , Neither এগুলো হলো Distributive pronoun .
যেমন :
Each of the boys received a prize .
প্রত্যেকটি বালকই পুরস্কার পেয়েছিল।
Either of the two boys is talent .
দুজন বালকের যেকোনো একজন মেধাবী ।
Neither of the boys is punctual.
বালক দুটির কেউই সময়নিষ্ঠ নয় ।

Demonstrative Pronoun বা নির্দেশক সর্বনাম

নিকটতম বা দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে Demonstrative pronoun ব্যবহৃত হয় ।
This , these , that , those ইত্যাদি হলো Demonstrative pronoun ।
যেমন :
This is our new house.
That is his new car .
[ This এবং these হলো present tense
That এবং those হলো past tense ]

Relative Pronoun বা সম্বন্ধবাচক সর্বনাম

যে pronoun পূর্বে উল্লেখিত কোনো noun বা pronoun কে নির্দেশপূর্বক দুটি clause কে যুক্ত করে তাকে Relative Pronoun বলে ।
Who , whom , whose , which , that , what - এগুলো কোনো বাক্যে relative pronoun হিসেবে ব্যবহৃত হয় ।
যেমন :
I know the man who is honest.
This is the boy whom I am looking for.

Reflexive and emphatic pronoun বা আত্মঘটিত বা ঝোকপ্রবন সর্বনাম

Reflexive বা emphatic pronoun হলো pronoun এর object form এই সাথে self (singular) বা salves (plural) যুক্ত pronoun যা কোনো বাক্যে ব্যবহৃত হয়ে subject বা object এরই প্রতিফলন ঘটায় বা subject বা object কেই জোরালোভাবে নির্দেশ করে ।
যেমন :
She blamed herself.
Sabina is looking at herself.

Reciprocal pronoun বা পারস্পরিক সম্পর্ক বাচক সর্বনাম

পারস্পরিক সম্পর্ক বোঝাতে reciprocal pronoun ব্যবহৃত হয় ।
Each other , one another হলো reciprocal pronoun । এগুলো কোনো বাক্যের verb ও preposition এর object হিসেবে ব্যবহৃত হয় ।
যেমন :
The two brothers helped each other .
The ten students love one another .

Indefinite pronoun বা অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম

বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাঁতে যেসব pronoun ব্যবহৃত হয় তাকে indefinite pronoun বলে ।
One , none , other , another , few , many , some , they , all , several , my ,both , ইত্যাদি indefinite pronoun হিসেবে ব্যবহৃত হয় ।
যেমন :
One/All should love one's/their mother .
Many saw the accident.

আশা করি pronoun এর ব্যাসিক বিষয়টা বুঝতে পেরেছেন । 
HSC Pronoun Reference নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

Comments

কমেন্ট বক্সে কোনো প্রকার স্প্যাম লিংক লিখবেন না ।
Emotions
Copy and paste emojis inside comment box

গুরুত্বপূর্ণ টপিক সমূহ

Contact Form

Send