Adjective বা বিশেষণ কি ? কাকে বলে ? Adjective বা বিশেষণ কত প্রকার ও কি কি ?

Adjective বা বিশেষণ
Adjective বা বিশেষণ কি  কাকে বলে  Adjective বা বিশেষণ কত প্রকার ও কি কি.jpg 

Adjective বা বিশেষণ কাকে বলে ? Adjective বা বিশেষণ কি ? Adjective বা বিশেষণ কত প্রকার কি কি ?

আরও পড়ুন :
যে Word বা শব্দ দ্বারা Noun বা pronoun এর দোষ , গুন , সংখ্যা , পরিমাপ বা পরিমান ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে
Example :
He is a good boy . 
He gave me five taka . 
He is the first boy in the class .
উপরে লাল চিহ্নিত word গুলো একেকটি adjective কারণ এই word গুলো দিয়ে Noun বা pronoun এর গুন বুঝিয়েছে সংজ্ঞানুসারে আমরা পাই যে , Noun বা Pronoun কে বাক্যের মধ্যে যে word বিশেষায়িত করে তাকে adjective বলে
Two uses of Adjective
Adjective-এর দুই প্রকার ব্যবহার
1.     Attributive use
2.     Predicative use
Attributive use : 
Adjective + Noun - এভাবে adjective এর ব্যবহার হলে অর্থাৎ Adjective যদি কোনো Noun এর আগে বসে সেই Noun কে qualify বা বিশেষায়িত করলে তখন তার Attributive use হয়
Example :
He is a good boy .
এখানে good এর উদ্দেশ্য হলো boy এর একটি গুন প্রকাশ করা good এখানে boy এর ঠিক আগে বসে সে কাজ সমাধান করেছে সুতরাং এখানে good adjective টি Attributively used হয়েছে
মনে রেখ , Attribute মানে হলো " আরোপ করা " বা কোনো কিছু অন্য কোনো কিছুর উপর চাপিয়ে দেওয়া (যেমন- বোঝা , বৈশিষ্ট্য , গুন , দোষ )
Predicative use :
Noun +.....+ Adjective -এভাবে ব্যবহৃত হলে অর্থাৎ Noun এর পরে যদি Adjective বসে এবং Noun কে qualify করে তাহলে Adjective এর Predicative use হয়
অন্যভাবে বলতে গেলে , adjective যখন subject এর predicate রূপে কাজ করে ওই subject কে qualify করে তখন তার Predicative use হয়
Example :
  • She is beautiful.
  • Shila is intelligent.
উভয়ই বাক্যেই adjective নিজ নিজ subject কে (she এবং shila) qualify করেছে এবং কাজ করেছে predicate এর অবস্থানে থেকে বুঝতে পেরেছেন নিশ্চই ?
Adjective এর যখন predicative use হয় তখন সাধারণত ওই adjective কে বলে complement
Classes Of Adjective
Adjective প্রধানত চার প্রকার যথা :
1.     Adjective of Quality (গুন বাচক বিশেষণ)
2.     Adjective of Quantity (পরিমাণজ্ঞাপক বিশেষণ)
3.     Adjective of Number (সংখ্যা বাচক বিশেষণ)
4.     Pronominal Adjective (সর্বনামস্বরূপ বিশেষণ)
Elaborate Discussion বা বিস্তারিত আলোচনা
Adjective of Quality
এই প্রকার adjective কোনো noun বা pronoun এর দোষ , গুন , অবস্থা (যা পরিমান দ্বারা নির্দিষ্ট নয়) প্রকাশ করে
Example :
গুন  : she is a good girl. The tiger is very strong.
দোষ : I am weak today . You are a bad boy .
অবস্থা : This is a horizontal line. Bangladesh is a plain land.
Proper Adjective : নিচের উদাহরণ গুলো পড় 
  • He married an American lady.
  • He is an Italian boy .

উপরের বাক্য দুটিতে American এবং Italian শব্দ দুটি হলো adjective কিন্তু এদের উদ্ভব হয়েছে দুইটি proper noun থেকে যারা হলো যথাক্রমে America এবং Italy . এইভাবে proper noun থেকে যখন কোনো adjective গঠিত হয় তখন তাকে proper adjective বলে Proper Adjective কেও এক প্রকার Adjective of Quality বলে ধরা হয়
Adjective of Quantity
এই ধরনের Adjective কোনো ( সাধারণত material এবং abstract noun এর ক্ষেত্রে ) কিছুর পরিমান নির্দেশ করে
much , a little , whole , some , no , none , enough , sufficient , all half - এই গুলো হলো Adjective of Quantity
Example :
  • I need much money.
  • There is a little milk in the glass.
  • The whole class laughed out.
  • Give me some sort.
  • I have no pens.
  • There was not enough rain last year.
  • Babies need sufficient milk.
  • The cat drank off all the milk.
  • Half a loaf is better than no loaf.

Numeral Adjective
যে Adjective কোনো noun এর নির্দিষ্ট সংখ্যা , ক্রম , পর্যায় ইত্যাদি বুঝায় তাকে Numeral Adjective বলে
Example :
Three - 3
Second - 2
Many - 100 বা 200 (অনির্দিষ্ট)
Types of Numeral Adjective
Numeral Adjective তিন প্রকার যথা :
1.     Cardinal Numeral Adjective
2.     Ordinal Numeral Adjective
3.     Multiplicative Numeral Adjective

Cardinal Numeral Adjective : one , two , three , eighty (80) ইত্যাদি সংখ্যা হলো cardinal সংখ্যা এই সংখ্যা যখন adjective রূপে বব্যবহৃত হয় তখন তাদেরকে Numeral Adjective বলে যেমন :
  • I have four geese .
  • You bought seven birds .
Ordinal Numeral Adjective : First (one-নয় ), Second (two-নয়), third (three- নয়), fourth (four- নয়), ইত্যাদি সংখ্যা গুলোকে বলে ordinal number এই সব সংখ্যা যখন adjective হিসেবে ব্যবহৃত হয় তখন তাদেরকে বলে Ordinal Numeral Adjective যেমন :
Keep it in the second box.
She is my uncle's tenth child.
Multiplicative Numeral Number : single , double , threefold , treble এই গুলো হলো Multiplicative number এভাবে কোনো adjective যদি কোনো সংখ্যার কত গুন এরূপ বুঝায় তাহলে তাকে বলে Multiplicative Numeral Adjective.
নিচে Cordinal , Ordinal এবং Multiplicative Numer এর সহজ একটি ছক দেয়া হলো
Cordinal Number
Ordinal Number
Multiplicative Number
One (এক)
First (প্রথম)
Single (একক)
Two (দুই)
Second (দ্বিতীয়)
Twofold, Double (দ্বিগুন)
Three (তিন)
Third (তৃতীয়)
Threefold, treble, triple (তিনগুন)
Four (চার)
Fourth (চতুর্থ)
Fourfold, quadruple (চার গুন , চতুর্বিধ)
Five (পাঁচ)
Fifth (পঞ্চম)
Fivefold (পাঁচগুণ)
সাধারণভাবে Numeral Adjective কে দুই ভাগে ভাগ করা যায়
1. Definite এবং 2. Indefinite
Definite ( নির্দিষ্ট সংখ্যা বাচক বিশেষণ ) : উপরের Cordinal , Ordinal , Multiplicative numeral adjective গুলো কোনো নির্দিষ্ট সংখ্যা বা ক্রম বা গুন বুঝায় বলে এদেরকে Definite Numeral Adjective বলে
Indefinite (অনির্দিষ্ট সংখ্যা বাচক বিশেষণ) : All , some , many , enough , several , few , sundry , no ইত্যাদি numeral adjective গুলো যখন noun এর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে না তখন তাদেরকে indefinite numeral adjective বলে
Pronominal Adjective
নিচের বাক্য গুলো পড়ো
This is a book . That is a bag.
বাক্য দুটিতে this that হলো Demonstrative pronoun কিন্তু নিচের বাক্য দুটি পড়
  • This book is mine .
  • That dog is mad.
এখানে  that/ this + noun এরূপ ব্যাবহৃত হয়েছে আগেই বাক্য দুটিতে that / this এর পর কোনো noun বসে নি কিন্তু এই বাক্য দুটিতে that / this কোনো noun কে বিশেষভাবে চিহ্নিত করে দিচ্ছে এখানে এগুলো adjective
অতএব, কোনো pronoun যখন noun এর আগে বসে adjective এর কাজ করে তখন তাকে Pronominal Adjective বলে Pronoun থেকে এসেছে বলে এসব adjective এর নাম pronominal adjective
মনে রাখবে, pronoun গুলো একাকী ব্যবহৃত হয় কিন্তু এগুলো যখন adjective এর কাজ সম্পন্ন করে তখন এরা noun এর আগে বসে
আশা করি Adjective সম্পর্কে বুঝতে পেরেছেন

Thank You ❤️ for stay with us ...

#grammar_hut

Related Posts

Comments

কমেন্ট বক্সে কোনো প্রকার স্প্যাম লিংক লিখবেন না ।
Emotions
Copy and paste emojis inside comment box

গুরুত্বপূর্ণ টপিক সমূহ

Contact Form

Send