Classification of Sentence || Sentence এর প্রকারভেদ

Classification of Sentence

Assertive Sentence বা বিবৃতি মূলক বাক্য
Classification of Sentence || Sentence এর প্রকারভেদ 

যে Sentence দ্বারা কোন কিছু বর্ণনা বা বিবৃতি করা হয় তাকে Assertive Sentence বা বিবৃতি মূলক বাক্য বলে ।
উদাহরণ :

 

Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য :

যে Sentence দ্বারা যখন কোনো প্রশ্ন করা হয় তখন তাকে Interrogative Sentence বা বর্ণনামূলক বাক্য বলে ।
উদাহরণ :
What class do you read in ?

Imperative Sentence বা আদেশ / উপদেশ মূলক বাক্য :

যে Sentence দ্বারা যখন আদেশ, উপদেশ বা নিষেধ করা হয় তখন তাকে Imperative Sentence বলে ।
উদাহরণ :
Don't go to outdoor.

Optative Sentence বা প্রার্থনা মূলক বাক্য :

যে Sentence দ্বারা যখন দোয়া, আশীর্বাদ বা প্রার্থনা করা হয় তখন তাকে Optative Sentence বলে ।
উদাহরণ :
May Allah live long.

Exclamatory Sentence বা বিস্ময় সূচক বাক্য :

যে Sentence দ্বারা যখন কোনো আবেগ , অনুভূতি , আশ্চর্য বা বিস্ময় প্রকাশ করা হয় তখন তাকে Exclamatory Sentence বলে ।
উদাহরণ :
How beautiful the girl is !
আমাদের মধ্যে অনেক সময় এই সমস্যা গুলো দেখা দেয় যে , Sentence কাকে বলে , কত প্রকার , কি কি ? এই সবগুলোর উত্তর আমাদের জানা থাকলেও Sentence গুলো সঠিক ভাবে চিনতে না পারার কারণে পরবর্তীতে আমরা সমস্যায় পড়ে যাই । আর তাই আজকে আমরা Sentence গুলো সঠিক ভাবে চিনার সহজ কৌশল অবলম্বন করবো ।

পাঁচ প্রকার sentence চিনার সহজ উপায় :

Assertive Sentence :
  • এই বাক্যে প্রথমে Subject থাকবে ।তারপর Auxiliary verb বা main verb থাকতে পারে ।
  • এর পর Object বা Extension থাকবে ।

【 Subject + Auxiliary Verb / Main verb  + object / Extension 】
উদাহরণ :
I go to school
বিশ্লেষণ : এই বাক্যের প্রথম শব্দ হলো I একটি Subject । তারপর go হলো একটি main verb । তারপর to হলো একটি preposition এবং সবশেষে school হলো একটি Object .
আমাদের উপরের সূত্রের সাথে কিন্তু মিলে যায় । আর তাই এটাকে আমরা একটি Assertive Sentence বলতে পারি ।
Interrogative Sentence :
  • এই বাক্যটি সবসময় WH-word বা Auxiliary verb দিয়ে শুরু হয়
  • বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন থাকে ।

উদাহরণ :
Does he play cricket ?(Auxiliary verb যুক্ত )
What's your name ?(WH-word যুক্ত)
এই Interrogative Sentence গঠনের আরো বিভিন্ন রকম পদ্ধতি আছে । সেটা নিয়ে আমাদের অন্য একটি পোস্টে আলোচনা করা হয়েছে ।
জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন ।
WH-question Making
Imperative Sentence :
  • এই বাক্য সবসময় Main verb দিয়ে শুরু হয় । Subject লুকানো থাকে
  • বাক্যে আদেশ , উপদেশ , অনুরোধ , নিষেধ বুঝাবে ।

উদাহরণ :
Do it at once. (আদেশ)
Take care of your parents.(উপদেশ)
Optative Sentence :
  • বাক্যের শুরুতে May থাকবে , তবে may ছাড়াও Optative Sentence হয় ।
  • বাক্যের মধ্যে ইচ্ছা , প্রার্থনা ও আশীর্বাদ প্রকাশ পাবে ।

উদাহরন :
May God bless you .
Long live our prime minister.(may ছাড়া বাক্য)
Exclamatory Sentence :
  • বাক্যের মধ্যে বিস্ময়সূচক চিহ্ন(!) থাকবে । সেটা বাক্যের শুরুতেও হতে পারে আবার শেষেও হতে পারে
  • বাক্যের মধ্যে Hurrah !, Alas ! , Oh ! Bravo ! ইত্যাদি থাকবে ।

উদাহরণ :
What a nice bird it is !
Hurrah ! We have own the game .
Alas ! You've failed.
আশা করি Sentence সম্পর্কে বুঝতে পেরেছেন ।

Comments

কমেন্ট বক্সে কোনো প্রকার স্প্যাম লিংক লিখবেন না ।

গুরুত্বপূর্ণ টপিক সমূহ

Contact Form

Send