Assertive to Interrogative - Changing Sentences
Assertive to Interrogative
আরও পড়ুন :
- Sentence বা বাক্যের মূল আলোচনা
- Classification of Sentence || Sentence এর প্রকারভেদ
- Changing sentence সম্পর্কে বিস্তারিত আলোচনা ।
- Assertive to Interrogative
- Exclamatory to Assertive
- Assertive to Optative and Imperative
➡️ Assertive বাক্যটি হ্যাবোধক হলে Interrogative করার সময় Negative-Interrogative করতে হবে । এবং Assertive বাক্যটি না-বোধক হলে Interrogative করার সময় Affirmative-Interrogative করতে হবে ।
🔻উদাহরণ :
Asser : It is my mobile . (হ্যা-বোধক বাক্য)
Int : Isn't it my mobile .
Asser : Parvej doesn't go to school . (না-বোধক বাক্য)
Int : Does Parvej go to school .
➡️ Auxiliary verb যুক্ত Assertive Sentence কে Interrogative করার সময় - বাক্যের শুরুতে Auxiliary verb টি বসে তারপর Subject বসে তারপর Main verb বসে + বাকি অংশ বসে ।
🔻উদাহরণ :
Asser : They could not move away . ( না-বোধক বাক্য)
Int : Could they move away ?
Asser : The president was present in the meeting. (হ্যা-বোধক বাক্য)
Int : Wasn't the president present in the meeting ?
➡️ Auxiliary verb বিহীন Assertive Sentence থাকলে
1. Tense ও Subject অনুযায়ী Auxiliary verb বসে
2. তারপর Subject বসে ।
4. বাকি অংশ বসে ।
3. তারপর main verb বসে ।
বি.দ্র : Present Indefinite Tense এর ক্ষেত্রে Do এবং Does বসে । আর Past indefinite Tense এর ক্ষেত্রে Did বসে ।
🔻উদাহরণ :
Asser : He learns his lesson regularly.
Int : Doesn't he learn his lesson regularly ?
Asser : He went to School .
Int : Didn't He go to school ?
➡️ Nobody , None বা No one যুক্ত থাকলে
1. Nobody , No one বা None এর পরিবর্তে Who বসে ।
2. আর কোনো পরিবর্তন হবে না ।
🔻উদাহরণ :
Asser : Nobody Believes him.
Int : Who believes him ?
Asser : No one will attend the meeting .
Int : Who will attend the meeting ?
➡️ Everyone , Everybody বা All যুক্ত থাকলে
1. Everyone , Everybody বা All এর পরিবর্তে Who বসে ।
2. Tense ও Subject অনুযায়ী Auxiliary verb + not বসে ।
3. তারপর বাকি অংশ বসে ।
🔻উদাহরণ :
Asser : Everybody wishes to be rich .
Int : Who does not wish to be rich ?
Asser : All praises an honest man.
Int : Who does not praise an honest man ?
Asser : Everyone should obey the rules .
Int : Who should not obey the rules .
➡️ Never বা Nothing যুক্ত থাকলে
1. Never এর পরিবর্তে ever বসে । আর Nothing এর পরিবর্তে anything বসে ।
2. আর কোনো পরিবর্তন নেই ।
🔻উদাহরণ :
Asser : I never work more than eight hours .
Int : Do I ever work more than eight hours ?
Asser : There is nothing to do for you .
Int : Is there anything to do for you ?
➡️ Introductory word " There বা It " - এর পর to be verb যুক্ত থাকলে
1. There বা It এর পরিবর্তে What বা Who বসে ।
বি.দ্র : ব্যক্তির ক্ষেত্রে who বসে আর বস্তুর ক্ষেত্রে what বসে ।
🔻উদাহরণ :
Asser : There is no use of it .
Int : What is the use of it ?
Asser : There is no man innocent here.
Int : Who is innocent here ?
➡️ Introductory word " There বা It " - এর পর to be verb যুক্ত না থাকলে Who বা What ব্যবহৃত হবে না । সেক্ষেত্রে বাক্যের শুরুতে Tense ও subject অনুযায়ী Don't, Doesn't, Didn't বসবে ।
🔻উদাহরণ
Asser : It rains heavily.
Int : Doesn't it rain heavily ?
Thank You ❤️ for stay with us ...
#grammar_hut
Comments