Assertive to Optative and Imperative - Transformation of Sentence

Assertive Optative and Imperative - Transformation of Sentence

Assertive to Optative

আরও পড়ুন :

➡️ Assertive sentence কে Optative Sentence এ পরিবর্তন করার সময় sentence এর শুরুতে May বসবে তারপর subject বসবে  এবং Subject এর পরে Auxiliary verb থাকলে তা উঠে যাবে ওবং sentence এর বাকি অংশ বসবে ।

🔻 Example:

Assertive : God will bless you.
Optative  : May God bless you.
Assertive : You will live long.
Optative  : May you live long.
Assertive : We wish that you will come out successful.
Optative  : May you come out successful.
Assertive : We wish that the king may live long.
Optative  : May the king live long.
 
➡️ Subject First-person বা Thirds-person হলে এবং বাক্যটি Affirmative হলে বাক্যের প্রথমে Let + প্রদত্ত subject এর Object form বসে এবং প্রদত্ত বাক্যের মূল verb থেকে শেষ পর্যন্ত বসে । কিন্তু বাক্যটি Negative হলে Let এর পর not ব্যবহৃত হয় । এক্ষেত্রে subject noun হলে Noun - এর পূর্বে not বসে এবং subject pronoun হলে Pronoun এর Object form এর পরে not বসে ।
 
🔻 Example:
 
Assertive   : We should go out now. (Affirmative )
Optative    : Let us go out now.
Assertive   : She sings a song. (Affirmative )
Optative    : Let her sing a song.
Assertive   : Nadia does not tell a lie. (Negative)
Optative    : Let not Nadia tell a lie.
Assertive   : We should not hate the poor. (Negative)
Optative    : Let us not hate the poor.

Assertive to Optative Exercises

Transform the following sentence into Optative sentence:
1. Bangladesh will prosper.
2. I wish that his soul may rest in peace.
3. I wish I were a child again.
4. We desire that your journey be happy.
5. You will succeed in your life.

Assertive to Imperative

➡️ Assertive sentence (Affirmative)কে Imperative sentence এ পরিবর্তন করতে হলে বাক্যের শুরুতে Main verb এর present form বসবে এবং Verb এর পরের সম্পূর্ণ অংশ বসবে। অপরপক্ষে Assertive sentence (Negative)কে Imperative sentence এ পরিবর্তন করতে হলে বাক্যের শুরুতে Don't বা Do not বসবে এবং Main verb এর present form বসবে এবং Verb এর পরের সম্পূর্ণ অংশ বসবে।

🔻 Example: 
 
Assertive     : You should go to school.
Imperative  : Go to school, please.
Assertive     : You should not waste you valuable time.
Imperative  : Please, Don't waste your valuable time.
 
Note: শিষ্টতা বা ভদ্রতা প্রকাশে Imperative sentence এর প্রথমে বা শেষে Please বা Kindly বসে।

Thank You ❤️ for stay with us ...

#grammar_hut

 

Comments

কমেন্ট বক্সে কোনো প্রকার স্প্যাম লিংক লিখবেন না ।

গুরুত্বপূর্ণ টপিক সমূহ

Contact Form

Send