Transformation of Sentences / Changing Sentences
Changing Sentence বা Transformation of SentenceChanging Sentence বা Transformation of Sentence কি বা কাকে বলে ?
আরও পড়ুন :
- Sentence বা বাক্যের মূল আলোচনা
- Classification of Sentence || Sentence এর প্রকারভেদ
- Changing sentence সম্পর্কে বিস্তারিত আলোচনা ।
- Assertive to Interrogative
- Exclamatory to Assertive
- Assertive to Optative and Imperative
বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে একটি sentence -কে অন্য sentence-এ
রূপান্তরিত করাকে Transformation of Sentence বা Changing Sentence বলে ।
যেমন :
1. He is a good boy . (Affirmative ) ( সে ভালো ছেলে )
2. He is not a good boy . (Negative Conversation) ( সে খারাপ ছেলে নয়
)
3. He is not a bad boy .(Negative Transformation)(সে খারাপ ছেলে নয় )
- উপরের ১নং বাক্যটি Affirmative Sentence-এ আছে । এ বাক্যটিকে দুই ভাবে
Negative করা হয়েছে । প্রথমত ২নং বাক্যে এর অর্থ পরিবর্তন করা হয়েছে কিন্তু ৩
নং বাক্যে অর্থ অপরিবর্তিত রেখেই (সে খারাপ ছেলে নয় = সে ভালো ছেলে ) তা
Negative করা হয়েছে ।
👍 বিশেষভাবে লক্ষণীয় :
Transformation of Sentence শিখতে গেলে কয়েকটি বিষয়ে মৌলিক ধারণা থাকা আবশ্যক । সুতরাং শুরুতেই সে সম্পর্কে খুব সহজে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে তা জানতে নিচের লিংকে ক্লিক করুন ।
➡️ পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দসমষ্টিকে Sentence বলে । Meaning(অর্থ) ও Structure(গঠন) অনুযায়ী Sentence-কে দুই ভাগে ভাগ করা যায় ।
Meaning :
1. Assertive
2. Interrogative
3. Imperative
4. Optative
5. Exclamatory
Structure :
1. Simple
2. Complex
3. Compound
Comments