Affirmative to Negative
Affirmative to Negative
Affirmative to Negative করার জন্য উদাহরণ গুলো গভীর মনোযোগ সহকারে প্র্যাকটিস করার জন্য বলা হলো । এই গুলোর বাইরেও তোমাদেরকে আরো অনেক উদাহরণ প্র্যাকটিস করতে হবে । প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব নয় ।
আরও পড়ুন :
- Sentence বা বাক্যের মূল আলোচনা
- Classification of Sentence || Sentence এর প্রকারভেদ
- Changing sentence সম্পর্কে বিস্তারিত আলোচনা ।
- Assertive to Interrogative
- Exclamatory to Assertive
- Assertive to Optative and Imperative
➡️ Only বা Alone যুক্ত থাকলে
1. None but (ব্যক্তির ক্ষেত্রে) (বাক্যের শুরুতে বসে )
2. Nothing But (বস্তুর ক্ষেত্রে)(Only বা Alone এর স্থানে বসে)
3. Not more than বা Not less than (সংখ্যা বা বয়স বুঝালে )( Only বা Alone এর স্থানে বসে )
🔻 উদাহরণ :
Affir : Only He can do the work .(ব্যক্তিকে বুঝায়)
Neg : None but he can do the work .
Affir : A child likes only sweets . (বস্তুকে বুঝায় )
Neg : A child likes nothing but sweets .
Affir : He is only Ten . (সংখ্যা বা বয়স বুঝায় )
Neg : He is Not more than Ten .
➡️ Must যুক্ত থাকলে
1. Must এর স্থানে Can not but বসে ।
🔻 উদাহরণ :
Affirmative : You must obey your parents
Negative : You can not but obey your parents.
➡️ Every যুক্ত থাকলে
1. Every এর পরিবর্তে There is no বসে ।
2. Every এর পরের শব্দ বসে ।
3. But বসে + বাকি অংশ বসে ।
🔻 উদাহরণ :
Affir : Every mother loves her child .
Neg : There is no mother but loves her child.
➡️ As soon as যুক্ত থাকলে
1. As soon as এর পরিবর্তে No sooner had বসে ।
2. প্রথম Subject বসে + Verb এর Past participle form বসে ।
3. প্রথম Clause এর বাকি অংশ বসে ।
4. Than বসে + দ্বিতীয় subject বসে ।
5. Verb এর Past form + বাকি অংশ বসে ।
🔻 উদাহরণ :
Affir : As soon as the movie ended, we came back home.
Neg : No sooner had the movie ended than we came back home .
➡️ Adjective এর Superlative Form থাকলে
1. No other ( বাক্যের শুরুতে )
2. Adjective এর পরের অংশ + verb
3. So বা as বসে + Superlative এই positive form বসে ।
4. as বসে + প্রদত্ত বাক্যের subject বসে ।
🔻 উদাহরণ :
Affir : Parvej Ahmed Pavel is the best boy in the group.
Neg : No other boy in the group is so good as Parvej Ahmed Pavel .
➡️ Than any other বা Than all other (Comperative Degree) যুক্ত থাকলে
1. No other + Than any other বা Than all other এর পরের অংশ বসে ।
2. Verb বসে + so বসে ।
3. Adjective এর positive form.
4. as + subject বসে ।
🔻 উদাহরণ :
Affir : He is taller than any other boy in the class .
Neg : No other boy in the class is so tall as He .
➡️ Less....... than যুক্ত থাকলে
1. Less এর স্থানে Not as বসে ।
2. than এর স্থানে as বসে ।
🔻 উদাহরণ :
Affir : She has less wealth than you .
Neg : She has not as wealth as you .
➡️ Always যুক্ত থাকলে
1. Always এর পরিবর্তে Never
2. প্রধান শব্দটির বিপরীত শব্দ ।
🔻 উদাহরণ :
Affir : He was always punctual(প্রধান শব্দ হলো Punctual).
Neg : He was never late (প্রধান শব্দের বিপরীত শব্দ হলো late ) .
➡️ Too...... to যুক্ত থাকলে
1. Too এর পরিবর্তে so বসে ।
2. To এর পরিবর্তে than বসে ।
3. তারপর প্রথম subject বসে ।
4. Tense অনুযায়ী Can not / Could not বসে + বাকি অংশ ।
বি.দ্র. Present Tense এর ক্ষেত্রে Can not বসে । আর Past Tense এর ক্ষেত্রে Could not বসে ।
🔻 উদাহরণ :
Affir : Parvej was too weak to talk more.
Neg : Parvej was so weak than he could not talk more .
➡️ Very যুক্ত থাকলে
1. Very এর পরিবর্তে Not a little বসে ।
🔻 উদাহরণ :
Affir : He is very Hard working.
Neg : He is not a little hard working.
➡️ As......As যুক্ত থাকলে
1. প্রথম as এর পরিবর্তে not less
2. দ্বিতীয় as এর পরিবর্তে than বসে ।
🔻 উদাহরণ :
Affir : Nishat is as beautiful as popy .
Neg : Nishat is not less beautiful than popy .
➡️ Sometimes যুক্ত থাকলে
1. Sometimes এর পরিবর্তে Tense অনুযায়ী Auxiliary verb এর Negative form বসে ।
2. তারপর always বসে ।
🔻 উদাহরণ :
Affir : He sometimes smoke .
Neg : He does not always smoke .
➡️ Many, A few , Much বা A little যুক্ত থাকলে
1. Many থাকলে not a few বসে ।
2. A few থাকলে not many বসে ।
3. Much থাকলে not a little বসে ।
4. A little থাকলে not much বসে ।
🔻 উদাহরণ :
Affir : There are many book here .
Neg : There are not a few books here .
Affir : I want a little milk.
Neg : I want not much milk .
➡️ Both....And যুক্ত থাকলে
1. Both এর পরিবর্তে not only বসে ।
2. And এর পরিবর্তে but also বসে ।
🔻 উদাহরণ :
Affir : He loves both tea and coffee .
Neg : He loves not only tea but also coffee .
➡️ সাধারণ Affirmative বাক্যকে Negative করতে হলে প্রদত্ত বাক্যের প্রধান শব্দটির বিপরীত শব্দ বসিয়ে তার আগে নিয়ম মতো verb এর পর not বসাতে হয় ।
🔻 উদাহরণ :
Affir : All the members were present in the meeting. ( প্রধান শব্দ হলো Present )
Neg : All the members were not absent in the meeting .(প্রধান শব্দ present এর বিপরীত শব্দ হলো absent )
➡️ অনেক সময় চিরন্তন অর্থবোধক বাক্যকে Negative করতে বাক্যটিকে Negative Interrogative করতে হয় ।
🔻 উদাহরণ :
Affir : Health is wealth .
Neg : Isn't health is wealth ?
Affir : The sun rises in the east .
Neg : Doesn't the sun rise in the east ?
Thank You ❤️ for stay with us .
#grammar_hut
Comments