Complex to Simple Chnaging Sentence
Complex to Simple
- Sentence বা বাক্যের মূল আলোচনা
- Classification of Sentence || Sentence এর প্রকারভেদ
- Changing sentence সম্পর্কে বিস্তারিত আলোচনা ।
- Assertive to Interrogative
- Exclamatory to Assertive
- Assertive to Optative and Imperative
Complex and Simple Sentence চেনার উপায়
Complex Sentence চেনার উপায় -
- দুইটি subject এবং দুইটি verb থাকবে ।
- when, as বা since থাকলে বুঝে নিতে হবে সেটি Complex Sentence ।
- Who, Which বা that এর মতো relative pronoun থাকলে বুঝে নিতে হবে সেটি Complex Sentence ।
- So that/in order that থাকলে বুঝে নিতে হবে সেটি Complex Sentence ।
- Unless থাকলে বুঝে নিতে হবে সেটি Complex Sentence ।
- If দিয়ে বাক্য শুরু হলে যদি কোন শর্ত প্রকাশ পায়, তবে বুঝে নিতে হবে সেটি Complex Sentence ।
- Though বা Although থাকলে বুঝে নিতে হবে সেটি Complex Sentence ।
Simple Sentence চেনার উপায় -
- একটি Simple Sentence কে যখন Complex Sentence এ পরিবর্তন করতে হবে, তখন নীচের বিষয়গুলো দেখে বুঝে নিতে হবে সেটি Simple Sentence এ আছে ।
- একটি subject এবং একটি verb থাকবে ।
- Main Verb + ing দিয়ে বাক্য শুরু হবে । [Example: Working, Talking, etc.]
- In spite of বা Despite থাকলে বুঝে নিতে হবে সেটি Simple Sentence ।
- Without + Main Verb + ing দিয়ে বাক্য শুরু হবে । [Example: Without Working, Without Talking, Without Going, etc.]
- Sentence এ Too..........to থাকলে বুঝে নিতে হবে সেটি Simple Sentence ।
➡️ Since / As/ When যুক্ত থাকলে,এবং দুইটি clause এর subject যদি একই হয় এবং যদি দুইটি clause এর main verb থাকে এবং কোন auxiliary verb যুক্ত না থাকে,
- প্রথমে since/As/when এবং subject উঠে যাবে ।
- Main verb এর present form এর সাথে ing যোগ হবে ।
- আর কোন পরিবর্তন হবে না।
বিঃদ্র : প্রথম clause এর subject যদি noun হয় এবং দ্বিতীয় clause এর subject যদি pronoun হয়,তাহলে simple sentence এ পরিবর্তন করার সময়, দ্বিতীয় clause এর subject টি Pronoun এর পরিবর্তে Noun বসবে ।
➡️ Since বা As যুক্ত থাকলে,এবং দুইটি clause এর subject যদি একই হয় এবং যদি
দুইটি clause এর Auxiliary Verb থাকে -
- প্রথমে Since বা As এর পরিবর্তে Because of বসবে।
- তারপর Subject এর Possessive form বসবে
- তারপর Being বা Having বসবে। [ am, is, are, was, were থাকলে being বসবে এবং have, has, had থাকলে having বসবে ]
- আর কোন পরিবর্তন হবে না।
🔻 Example
Complex : Since he was sharp, he made a good result.
Simple
: Because of his being sharp he made a good result.
➡️ Since, As বা When যুক্ত থাকলে,এবং দুইটি clause এর subject যদি ভিন্ন হয় এবং
যদি দুইটি clause এর Auxiliary Verb থাকে -
- প্রথমে Since, As বা When উঠে যাবে ।
- তারপর Being বা Having বসবে। [ am, is, are, was, were থাকলে being বসবে এবং have, has, had থাকলে having বসবে ]
- আর কোন পরিবর্তন হবে না।
➡️ Though বা although যুক্ত থাকলে -
- Though বা although এর পরিবর্তে In spite of বা Despite বসবে ।
- তারপর Subject এর Possessive form বসবে ।
- তারপর Auxiliary Verb থাকলে Being বা Having বসবে। [ am, is, are, was, were থাকলে being বসবে এবং have, has, had থাকলে having বসবে ]
- আর Main verb থাকলে Main verb এর Presets Form এর সাথে ing যুক্ত করতে হবে ।
- আর কোন পরিবর্তন হবে না।
🔻 Example
Complex : Although he has vast property, he is unhappy.
Simple
: Despite his having vast property, he is unhappy
Complex : Though the
man is rich, he does not help the poor.
Simple : In
spite of his being rich, he does not help the poor.
➡️ If যুক্ত শর্তমুলক Affirmative Complex Sentence এর ক্ষেত্রে -
- If এবং subject উঠে যাবে এবং By বসবে।
- তারপর Main verb এর Presets Form এর সাথে ing যুক্ত করতে হবে ।
- আর কোন পরিবর্তন হবে না।
➡️ If যুক্ত শর্তমুলক Negative Complex Sentence এর ক্ষেত্রে -
- If এবং subject উঠে যাবে এবং Without বসবে।
- তারপর Main verb এর Presets Form এর সাথে ing যুক্ত করতে হবে ।
- আর কোন পরিবর্তন হবে না।
➡️ When যুক্ত সময় নির্দেশক Complex Sentence এর ক্ষেত্রে -
- ছোট সময় বা স্থান বুঝালে When এর পরিবর্তে At বসবে ।
- বড় সময় বা স্থান অথবা ঋতু বুঝালে When এর পরিবর্তে in বসবে ।
- কোন কাজের সময় বুঝালে When এর পরিবর্তে At the time of বসবে ।
- বয়স বুঝালে When এর পরিবর্তে At the age of বসবে ।
- Subject এবং Auxiliary verb উঠে যাবে ।
- আর কোন পরিবর্তন হবে না ।
🔻 Example
Complex : When I found her , she was reading a book .
Simple
: At the time of my finding her, she was reading a book.
➡️ So----------------that যুক্ত থাকলে -
- প্রথমে So এর পরিবর্তে Too
- That এর পরিবর্তে to বসবে
- তারপর Subject এবং can not /could not উঠে যাবে।
- আর কোন পরিবর্তন হবে না।
🔻 Example
Complex : The man was so foolish that he could not understand it.
Simple
: The man was too foolish to understand it.
Complex : They are so nice
that they cannot be used just at present.
Simple : They
are too nice to use just at present.
➡️ So that যুক্ত থাকলে -
- Sentence এর প্রথম থেকে So that এর পূর্ব পর্যন্ত বসবে।
- তারপর So that থেকে দ্বিতীয় clause এর principal verb এর পূর্ব পর্যন্ত উঠে যাবে এবং তার পরিবর্তে to বসবে ।
- আর কোন পরিবর্তন হবে না।
🔻 Example
Complex : He reads attentively so that he may pass.
Simple
: He reads attentively to pass.
➡️ Subject + Relative pronoun + Principal verb যুক্ত complex sentence এর
ক্ষেত্রে -
- প্রথমে Subject বসবে ।
- Relative Pronoun (who, which বা that) উঠে যাবে ।
- Main verb এর Present form এর সাথে ing বসবে ।
- আর কোন পরিবর্তন হবে না ।
🔻 Example
Complex : The man who sells flowers earns a little.
Simple
: The man selling flowers earns a little.
➡️ Subject + Relative Pronoun + Auxiliary Verb + Principal Verb যুক্ত থাকলে
-
- প্রথমে Subject বসবে ।
- Relative Pronoun (who, which বা that) উঠে যাবে ।
- Auxiliary Verb উঠে যাবে ।
- Main verb এর Present form এর সাথে ing বসবে ।
- আর কোন পরিবর্তন হবে না ।
🔻 Example
Complex : The man who is sleeping at the bus station is a blind.
Simple
: The man sleeping at the bus station is a blind.
➡️ Subject + Verb + Object + Relative Pronoun (who, which that ) + Main Verb
যুক্ত থাকলে -
- Sentence এর প্রথম থেকে Relative Pronoun ( Who, Which বা that ) এর পূর্ব পর্যন্ত বসবে ।
- Relative pronoun টি উঠে যাবে ।
- Relative pronoun এর পরে Auxiliary Verb থাকলে উঠে যাবে ।
- যে Main Verb থাকবে সেই Main Verb এর Present form এর সাথে ing বসবে ।
- আর কোন পরিবর্তন হবে না ।
🔻 Example
Complex : Parvej Ahmed Pavel ranted a car that belonged to a rich
man.
Simple : Parvej Ahmed Pavel ranted a car
belonging to a rich man.
Complex : I saw a boy Who was reading
attentively.
Simple : I saw a boy reading
attentively.
➡️ Subject + Relative Pronoun + Past participle যুক্ত থাকলে -
- প্রথমে Subject বসবে ।
- Relative Pronoun (who, which বা that) উঠে যাবে ।
- Auxiliary Verb উঠে যাবে ।
- আর কোন পরিবর্তন হবে না ।
🔻 Example
Complex : The T-shirt which was bought from the Savar New Market was
very costly.
Simple : The T-shirt bought from the
Savar New Market was very costly.
➡️ Subject + Verb + Object + Relative Pronoun + Auxiliary Verb + Past
Participle যুক্ত থাকলে -
- Sentence এর প্রথম থেকে Relative Pronoun এর পূর্ব পর্যন্ত বসবে ।
- Relative pronoun টি উঠে যাবে ।
- Relative pronoun এর পরে Auxiliary Verb থাকলে উঠে যাবে ।
- আর কোন পরিবর্তন হবে না ।
🔻 Example
Complex : I took a car which was parked on the road.
Simple
: I took a car was parked on the road.
➡️ Subject + Verb + Object + Relative Pronoun + Auxiliary Verb + Adjective
যুক্ত থাকলে -
- প্রথমে Subject টি বসবে ।
- তারপর Verb টি বসবে ।
- তারপর Article থাকলে বসবে ।
- তারপর Adjective টি বসবে ।
- Object বসবে ।
🔻 Example
Complex : He helped a girl who was helpless.
Simple
: He helped a helpless girl.
➡️ After, Before, till, until যুক্ত থাকলে -
After, Before, till,
until এবং Possessive + Gerund বা noun - এ
পরিণত করে simple করা যায় ।
উভয় Clause এর Subject একই হলে Possessive
অর্থাৎ his / her না লিখলেও হবে ।
🔻 Example
Complex : Wait here until I return.
Simple
: Wait here until my return.
Complex : He waited there till they
arrived.
Simple : He waited there till their
arrival.
Thank You ❤️ for stay with us ...
#grammar_hut
Comments